ছবি : সংগৃহীত
অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক (অনু. ও তদন্ত-১) ফারজানা ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমোদনের বিষয়টি জানানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, এক ব্যবসায়ির কাছে ২০ লাখ টাকা দাবি করে ৭৬ হাজার টাকা নেন দুদকের সহকারী পরিচালক (সাময়িক বরখাস্ত) মো. মোস্তাফিজুর রহমান। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার হরেকৃষ্ণপুর গ্রামের মো. আব্দুর রহমান মৃধার ছেলে।
এদিকে একই চিঠিতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ আদালতে অনুলিপি দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এআর