ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ জুন) চাঁদপুরে এ মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল।
দুদক সূত্রে জানা গেছে, এর আগে দুদক থেকে মো: মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে তাদের সম্পদের বিষয়ে জানতে চাওয়া হলে পরে তারা সম্পদের তথ্য গত ২০২১ সালের ৬ জানুয়ারি জমা দেন।
মামলা সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল দুদকে সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা ৩৫ পয়সার তথ্য গোপন করেছে এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা ৩৫ পয়সার অবৈধ সম্পদ অর্জন করেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, মোস্তফা কামাল ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের যোগসাজশে দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকা ৯১ পয়সার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছে। এবং ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের ভোগ দখলে করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দন্ডবিধি’র ১০৯ ধারা ধারায় অপরাধ করেছেন।
বাংলাবার্তা/এআর