ছবি : সংগৃহীত
যাত্রী সুবিধার কথা চিন্তা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শাটল বাসের সুবিধা চালু করলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। প্রথম দিকে ২টি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত চলাচল করবে। জনপ্রতি ভাড়া ২০ টাকা আর অতিরিক্ত লাগেজসহ ভাড়া পড়বে জনপ্রতি ৫০ টাকা।
বুধবার (২৬ জুন) দুপুরে এই শাটল বাসের সুবিধা উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।
শাটল বাস চলবে বিমানবন্দর টার্মিনাল-২ থেকে বিমানবন্দর গোলচত্বর হয়ে উত্তরা জসীমউদ্দীন রোডে যাবে। পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত যাতায়াত করবে। শাটল বাসে ৩০ থেকে ৩২ জন যাত্রী বসতে পারবেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, এখন ২টি বাস দিয়ে এই সার্ভিস চালু হচ্ছে এবং পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে বাড়ানো হবে। বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠা-নামার বিশেষ ব্যবস্থা রয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, গাজীপুরে বিআরটিসির নিজস্ব কারিগরি দ্বারা দুটি বিশেষ শাটল বাস প্রস্তুত করা হয়েছে। সময় মত এগুলো চলাচল করবে।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) আগের থেকে এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মাদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ।
বাংলাবার্তা/এআর