ছবি : সংগৃহীত
দেশে টানা ৩ দিন ৬ বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৯ জুন) অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে ।
শুক্রবার (২৮ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
সেই সাথে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রাজধানীতে আজ সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে হালকা মেঘে ঢাকা ছিল ঢাকার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যায়। সকাল ৯টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
জলাবদ্ধতা তৈরি হওয়ায় কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। রাজধানীর বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।
বাংলাবার্তা/এআর