ছবি : সংগৃহীত
অনুমোদনহীন ৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির এই অভিযান তৃতীয় দিনের মতো কার্যক্রম চালিয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা মো. পিয়াল হাছান জানান, খাল ও খালের পাড় দখল করে একটি বাণিজ্যিক ফার্ম ও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। তারই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাবার্তা/এআর