ছবি : সংগৃহীত
মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ায়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার ফলে সোমবার (০১ জুলাই) থেকে ভাড়া বাড়ার কথা থাকলেও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এনবিআরকে যে চিঠি দিয়েছিল তার কোনো উত্তর এখনো দেয়নি এনবিআর।
মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, এনবিআরের কাছ থেকে এখনো কোনো উত্তর না পাওয়ায় মেট্রোরেলের ভাড়া আপাতত বাড়ছে না।
১৫ শতাংশ ভ্যাট বাড়ালে বেশি টাকা যাবে যাত্রীর পকেট থেকেই। রয়েছে জটিলতাও। মেট্রোরেলের বেশিরভাগ টিকিট ইস্যু হওয়ায় নগদ টাকার লেনদেন কম। ভাঙতি সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ এর গুণিতক হিসাবে। ভ্যাট আরোপ হলে ২০ টাকার ভাড়া হবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা, ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা। ১০ এর গুণিতক নয়, এমন অঙ্কের ভাড়া ভেন্ডিং মেশিনে আদায়ের সুযোগ নেই। এ সুবিধা চালু করতে পুরো প্রক্রিয়া বদলাতে হবে।
বাংলাবার্তা/এআর