ছবি : সংগৃহীত
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ড. শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (০২ জুলাই) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের কাছে চার্জশিট দাখিল করে দুদকের তদন্তকারী কর্মকর্তা।
দুদক এই দম্পতির বিরুদ্ধে ২০১৯ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল।
দুদক সূত্রে জানা গেছে , শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর ফেরদৌসী সুলতানা জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজারদর প্রায় ৫শ কোটি টাকার বেশি।
এছাড়া রাজধানীর গুলশানের ১৩৫ নম্বর রোডের এসইএস (এ) ৬ নম্বর প্লটে ১ বিঘা জমির ওপর নির্মিত একটি সরকারি ডুপ্লেক্স বাড়ি আট বছর ধরে দখলে রেখেছেন শামসুদ্দোহা, যার মূল্য প্রায় ২শ কোটি টাকা। এই আট বছরে সরকারকে কোনো ভাড়া দেনইনি উল্টো বাড়িটি বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন পুলিশের এই সাবেক কর্মকর্তা।
গত ১৮ মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়।
জানা গেছে, দেশে নেই এই দম্পতি। সম্প্রতি পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদকের তৎপরতার মধ্যেই পরিবার নিয়ে কানাডা চলে গেছেন শামসুদ্দোহা। সেখানে তার এক মেয়ে ও ছোট ছেলে পড়াশোনা করে।
বাংলাবার্তা/এআর