
ছবি : সংগৃহীত
কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এআইপি সম্মাননা-২০২১ পেলো ২২ জন। ৫ ক্যাটাগরিতে এআইপি (অ্যাগ্রিকালচারালি ইম্পরট্যান্ট পারসন) নীতিমালা অনুযায়ী প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়।
রোববার (০৭ জুলাই) ওসমানি স্মৃতি মিলনায়তনে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (এআইপি) ২০২১ সম্মাননা প্রধান অতিথি হিসেবে প্রদান করেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল রহমান চৌধুরী।
অনুষ্ঠানে জানান হয়, এআইপি নীতিমালা-২০১৯ এর আলোকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে এই ২২ জন নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে নির্বাচিত ব্যক্তিদের নামে গেজেট প্রকাশিত হয়েছে।
এআইপিরা সিআইপিদের (CIP) মতো সুযোগসুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় হতে একটি প্রশংসাপত্র, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ; বিমান, রেল, সড়ক ও জলপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার; নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন এবং বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধা।
বাংলাবার্তা/এআর