ছবি : সংগৃহীত
আগামীকাল সোমবার (০৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে চীনে যাচ্ছেন। এই সফরে বাংলাদেশ-চীনের মধ্যে ২০টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (০৭ জুলাই) প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৮ থেকে ১১ জুলাই চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরে প্রায় ২০টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরে কিছু প্রকল্প ঘোষণা করা হবে।
বাংলাবার্তা/এআর