ছবি : সংগৃহীত
প্রশ্নফাঁসের ঘটনায় এ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ৩ কর্মকর্তাসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীসহ এই চক্রের গ্রেফতার সবার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (০৯ জুলাই) তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতের আদেশে গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১০ জনকে কারাগারে পাঠানো হয়।
এর আগে এ মামলায় গ্রেফতার ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়।
এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
বাংলাবার্তা/এআর