ছবি : সংগৃহীত
চার ব্যাংক কর্মকর্তার যোগসাজশে প্রতারণা ও জাল কাগজপত্র দেখিয়ে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৭ জনের নামে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুদকের সহকারী পরিচালক সৌভর দাশ সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-০১ এ মামলাটি দায়ের করেন। মামলা নং ১২।
দুদক সূত্রে জানা গেছে, ১. মো. লিটন চৌধুরী ওরফে মো. ইব্রাহিম খলিল, ২. জামিল শরীফ ওরফে মো. আল আমীন, ৩. খাইরুন নাহার ইসলাম, ৪. মেহেদী জামান খান (গুলশানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন) ৫. আয়েশা সাদাফ হুসাইন (ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার) ৬. ওবায়দুল হক রনি (ঢাকা ব্যাংকের মাধবদী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার) ৭. মো. শাকিল হোসেন (ঢাকা ব্যাংকের অপারেশন এসিসেটেন্ট) এই ৭ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঢাকা ব্যাংকের কাকরাইল শাখা থেকে প্রতারণা ও জাল কাগজপত্রের মাধ্যমে ৮৫ লাখ টাকা ঋণের নিয়ে এই টাকা আত্মসতের করার অভিযোগ উঠেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এর আগে ৩ সদস্যের একটি অনুসন্ধানকারী টিম গঠন করে।
বাংলাবার্তা/এআর