ছবি : সংগৃহীত
৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (বিশেষ অনু: ও তদন্ত-২) কামরুজ্জামান চার্জশিট দাখিল করেন।
দুদক সূত্রে জানা গেছে, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের বিরুদ্ধে ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার অবৈধভাবে অর্জনের তথ্য পেয়েছে। আর ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার অবৈধভাবে ভোগ দখলের প্রমাণ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। আসামি আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এআর