ছবি : সংগৃহীত
আবহাওয়া জানিয়েছে, আগামী ২০ জুলাইয়ের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এরপরই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে বলে জানিয়েছে সংস্থাটির আবহাওয়াবিদ।
মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িশা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িশা উপকূলে উঠে গেছে। এর প্রভাব বাংলাদেশে সেভাবে আর পড়ার সুযোগ নেই। তবে আগামী ২০ জুলাইয়ের দিকে নতুন করে আরেকটা লঘুচাপ সাগরে সৃষ্টি হতে পারে। ওই লঘুচাপের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ফেনী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ থাকলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাংলাবার্তা/এআর