ছবি : সংগৃহীত
দেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় সারাদেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এই ঘোষণার আওতায় থাকবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক (স্কুল) ও উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, রংপুর ও চট্টগ্রামে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত এলো।
বাংলাবার্তা/এআর