ছবি : সংগৃহীত
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ভাঙচুরের চিত্র দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে চলমান আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত স্টেশনটি পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানান।
সরকারপ্রধান বলেন, দেশের জনগণের কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে, সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলা হয়। এ সময় স্টেশনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি গঠন করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বাংলাবার্তা/এআর