ছবি : সংগৃহীত
দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক পেল ২২ ব্যক্তি-প্রতিষ্ঠান।
বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ দুপুর ১২টায় গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১ আগস্ট সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।
সপ্তাহের চতুর্থ দিন ঢাকায় বিএফআরআইয়ের একটি সেমিনার অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন ৩ আগস্ট জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। ষষ্ঠ ও ৭ম দিনে যথাক্রমে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়ররা মাছের পোনা অবমুক্ত করবেন।
বাংলাবার্তা/এআর