ছবি : সংগৃহীত
মিথ্যা অভিযোগে চাকরি থেকে অপসারিত হাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন।
বুধবার (০৭ আগস্ট) তিনি এই আবেদন করেন।
শরীফ উদ্দিন দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে তিন লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন। ২০২১ সালের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর তাকে ‘অজ্ঞাত’ কারণে চাকরিচ্যুত করা হয়।
বাংলাবার্তা/এআর