ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশন ।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়' নির্ধারণকল্পে এক সভায় এই দোয়া করা হয়।
বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশন মহাসচিব একেএম নুরুল হুদা আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ সময় এই প্রতিষ্ঠিানের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি রাজস্বের সিংহভাগ যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ কর্তৃক রাষ্ট্র পরিচালনায় গঠিতব্য নতুন উপদেষ্টা কমিটিকে সর্বাত্মক সহযোগিতাসহ সর্বোচ্চ রাজস্ব যোগানের মাধ্যমে দেশের উন্নয়নের চাকাকে বেগবান করা হবে।
আয়োজিত সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্য ও কমিশনারগণ, ক্যাডার সদস্যগণ ছাড়াও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এআর