ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছে বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশন।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়' নির্ধারণকল্পে এক সভায় তারা এই দাবি জানায়।
বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশন মহাসচিব একেএম নুরুল হুদা আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এসময় এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি রাজস্বের সিংহভাগ যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ কর্তৃক রাষ্ট্র পরিচালনায় নতুন উপদেষ্টা কমিটিকে সর্বাত্মক সহযোগিতাসহ সর্বোচ্চ রাজস্ব যোগানের মাধ্যমে দেশের উন্নয়নের চাকাকে বেগবান করা হবে।
এই সভায় আরও যেসব বিষয়ে আলোচনা হয় তাহলো: সেবা গ্রহীতার সন্তুষ্টি অর্জন নিশ্চিতকরণ, ক্যাডার সম্প্রসারণ কার্যক্রম আশুভিত্তিতে সম্পন্নকরণ, দ্রুত পদোন্নতিযোগ্য সকল পদ পূরণ, চলতি দায়িত্বের অবসান, ইউনিফর্ম চালু করা, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সকল দপ্তর/স্টেশন/বন্দরসমূহের সুরক্ষা নিশ্চিতকল্পে করণীয় ও এ বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়।
সভার প্রথমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানায় বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশন ।
আয়োজিত সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্য ও কমিশনাররা, ক্যাডার সদস্যরা ছাড়াও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এআর