
ছবি : সংগৃহীত
দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্র-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সোমবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে সারজিস আলম বলেন, আমরা ৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার পর ৬ তারিখ থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জানতা তা দমন করি।
‘সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি ৷ আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। ’
প্রধানমন্ত্রী পদে থাকার সময় শেখ হাসিনা আন্দোলন দমনে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছেন এমন প্রসঙ্গ টেনে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাবার্তা/এআর