ছবি : সংগৃহীত
পোশাক শ্রমিক সোহেল রানা হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করা হয়।
এদিকে চট্টগ্রামে শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন নিহত কলেজছাত্রের মা জোসনা বেগম।
এই মামলার অন্য আসামিরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুসহ ১০৮ জনকে।
এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে গত সাতদিনে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যাচেষ্টা মামলা। এদিকে রোববার ঢাকা, জয়পুরহাট, নাটোর ও রংপুরে চারটি হত্যা মামলা হয়েছে। এর সবই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা।
তা ছাড়া ১১ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে ১৮ আগস্ট ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার একাধিক মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
বাংলাবার্তা/এআর