ছবি : সংগৃহীত
দেশে ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালীসহ ১২ জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে এ পর্যন্ত ৪৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের সাহায্যে একদিনের বেতন দিচ্ছেন বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা।
শনিবার (২৪ আগস্ট) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে থেকে এই বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশী-বিদেশী কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
বাংলাবার্তা/এআর