ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারকে পুনর্বাসন করা হবে।পাশাপাশি আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। বর্তমান সরকারে ছাত্র প্রতিনিধি থেকে দুজন উপদেষ্টা আছেন। তাদের মাধ্যমে আহত ও নিহতদের তালিকা প্রস্তত করা হচ্ছে।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, আমরা অনুধাবন করছি আমাদের কাছে জাতির প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে সহযোগিতা ও সময় দিতে হবে আমাদের। নিশ্চয় আপনাদের মনে আছে, আমাদের সরকার যখন দায়িত্ব নেই তখন আইনশৃঙ্খলাবাহিনীর পরিস্থিতি ভালো ছিল না। এটা অল্প সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে।
বাংলাবার্তা/এআর