ছবি : সংগৃহীত
চলতি মাসের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। দেশে নতুন করে বৃহস্পতিবার (৮ আগস্ট) গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্বাদশ জাতীয় সংসদের এমপি-মন্ত্রীরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পেয়ে তারা তাদের গাড়ি আমদানির জন্য অর্ডার করলে এর মধ্যে কিছু গাড়ি বন্দরে এসে গেছে। এই তালিকার ৫২টি গাড়ি চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দরে এসেছে।
এই গাড়িগুলো এখন খালাসের অপেক্ষায় । বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এ কারণে বাতিল হয়ে গেছে সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা।
এই গাড়িগুলো আনতে যারা অর্ডার করেছিল তারা হলো: সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি ফেরদৌস আহমেদ, আব্দুল মোতালেব, মোছা. নাসিমা জামান ববি, রঞ্জিত চন্দ্র সরকার, এ বি এম আনিসুজ্জামান, মো. সাদ্দাম হোসেন পাভেল, শাহজামান এক্সেসরিজ লিমিটেড, মোহাম্মদ গোলাম ফারুক, অনুপম শাহজাহান জয়, শাহ সরওয়ার কবির, সাজ্জাদুল হাসান, সৈয়দ সায়েদুল হক,নাদিয়া বিনতে আমিন, মো. আবুল কালাম, এস.এ.কে. একরামুজ্জামান, এস এম আল মামুন, মো. আবুল কালাম আজাদ, আখতারুজ্জামান, মুহাম্মদ শাহজাহান ওমর, মো. সাইফুল ইসলাম, এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. মজিবর রহমান (মজনু), জান্নাত আরা হেনরি, চয়ন ইসলাম, সাকিব আল হাসান, তারানা হালিম, মো. নাসের শাহরিয়ার জাহেদী, এস এম কামাল হোসেন, এম.ডি. সিদ্দিকুল আলম, ডাঃ মুহাম্মদ সাদিক, মো. আসাদুজ্জামান, মুজিবুর রহমান, ওয়েজ উদ্দিন শরীফ, বেগম মাহফুজা সুলতানা, মোফাজ্জল হোসেন চৌধুরী, খালেদা বাহার বিউটি, মাহমুদ হাসান সুমন, মো. সাদ্দাম হোসেন পাভেল, এস এম আতাউল হক, রুনু রেজা, মো. নায়েব আলী জোর্দার, সানজিদা খানম, মাসুদ উদ্দিন চৌধুরী,মোঃ শামসুল হক টুকু, মো. সাদ্দাম হোসেন পাভেল, মাহমুদুল হক সাইম, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. মতিয়ার রহমান, মো. তৌহিদুজ্জামান, শাহিদা তারেক দিপ্তি।
এই গাড়িগুলো মধ্যে বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, আমদানি করা এই ৫২টি গাড়ির মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে কম দামের ল্যান্ড ক্রুজারটির দাম ৯৮ লাখ টাকা। এই গাড়ির শুল্ক পারিশোধ করলে দাম পড়বে ৮ কোটি ১০ লাখ টাকা। চট্টগ্রাম বন্দর দিয়ে আনা ৩ হাজার ৩৪৬ সিসির এ গাড়িটির স্বাভাবিক শুল্ককর হার ৮২৬ দশমিক ৬ শতাংশ।
বাংলাবার্তা/এআর