ছবি : সংগৃহীত
ঢাকা: দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ ১২ জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে পর্যন্ত প্রায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের সাহায্যে দুইদিনের বেতন দিচ্ছেন কেএম গ্রুপের সকল কর্মচারীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার কাজী ফাহাদ মোস্তফা।
তিনি জানান, কেএম গ্রুপের অধীনে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ২ দিনের বেতন বন্যার্তদের মাঝে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রুপের চেয়ারম্যান কাজী গোলাম মোস্তফা। কেএম গ্রুপের ৩ দেশে প্রায় শতাধিকের মত কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
বাংলাবার্তা/এআর