ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার বিতর্কিত সুযোগ বাতিল করেছে। সোমবার (০২ সেপ্টেম্বার) এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে এই সংস্থটি।
এনবিআর সূত্রে জানা গেছে, শেয়ার মার্কেট, নগদ অর্থ, ব্যাংকে থাকা অর্থ, ফিন্যান্সিয়াল স্কিম অ্যান্ড ইন্সট্রুমেন্টসহ সব ধরনের আমানতের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুবিধা বাতিল হয়ে গেল। এছাড়া ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুবিধা বাতিল হলেও ফ্ল্যাট, বাড়ি ও জমির কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে টাকা সাদা করার বিদ্যমান সুবিধা বাতিল হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত ২৮ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কালোটাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত হয়।
বাংলাবার্তা/এআর