ছবি : সংগৃহীত
রাজধানীতে আজ ভোর থেকে প্রায় ২ ঘণ্টা টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। ফলে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজনকে। বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করলেও বাসের দেখা মিলছে না। আবার অনেকক্ষণ পরপর বাস পাওয়া গেলেও ভিড় প্রচুর।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী, উত্তরা , আজমপুর ও জসীমউদ্দিন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা তেমন বাড়েনি। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষজনই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি সমস্যায় পড়েছেন অফিসগামী মানুষজন।
অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গাবতলী, টেকনিক্যাল, মিরপুর-১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিআরটিএ, কালশী, গাবতলী, টেকনিক্যাল, মিরপুর-১ এলাকায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে যানজট নিরসনে মিরপুর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানানো হয়েছে।
বাংলাবার্তা/এআর