ছবি: বাংলাবার্তা
দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ ১১ জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যায় ৫৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের সাহায্যে এই আগে কেএম গ্রুপের সকল কর্মচারীরা দুইদিনের বেতন দিয়েছেন। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৬ শতাধিক বন্যার্ত পরিবারের নিকট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি প্যাকেট থাকছে চিড়া, মুড়ি, গুড়, চিনি, টোস্ট বিস্কুট, স্যালাইন, ফিটকিরি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১০ নং নাথেরপেটুয়া ও ১১ নং বিপুলাসার এই ২ ইউনিয়ন এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কেএম গ্রুপের চেয়ারম্যান কাজী গোলাম মোস্তফা জানান, এই প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনে শতাধিকের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
বাংলাবার্তা/এআর