ছবি : সংগৃহীত
অনিয়ম, দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, খুলনা-৬ আসনের সাবেক এমপি মো. আকতারুজ্জামান বাবু ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, মাহবুব আলী ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে। এছাড়াও তার বিদেশেও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অন্যদিকে আকতারুজ্জামান বাবু দুর্নীতির মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন দপ্তরে নিজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের নামে কাজ করে দেশের আইন লঙ্ঘন করেছে। তার রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তিনি নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেয়া, করোনাকোলে প্রশিক্ষণ না করিয়ে বিল উত্তোলন, কাজ না করেই টিআর, কাবিখার মত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতসহ মায়ের নামে' করিমপুর নূরজাহান-সামসুন্নাহার মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল' নির্মাণ করেছে। সেই সাথে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজের নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে।
বাংলাবার্তা/এআর