ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ ৯ নেতার বিরুদ্ধে ওঠা মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (০৭ সেপ্টেম্বর) দুদক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া বাকিরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, অন্যান্য নেতা মির্জা আব্বাস, আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান, হাবিব উন নবী খান সোহেল, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল।
দুদক সূত্রে জানা গেছে, বিএনপির ৯ নেতার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন এনে এদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় বলে জানা গেছে।
বাংলাবার্তা/এআর