ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দশজন পরিচালক ও ৪২ জন উপ-পরিচালক পদে বড় রদবদল করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুদক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পৃথক আদেশে বলা হয়- ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে তাদের বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় ধরনের রদবদল হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
বাংলাবার্তা/এআর