ছবি : সংগৃহীত
অনিয়ম ও দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি ও তৃষা মুনশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে তলব করে চিঠি দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির স্ত্রী-সন্তানদের দুদকে হাজির হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে হত্যা মামলায় গ্রেফতার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক এমপি ও মন্ত্রী টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। তবে কবে জিজ্ঞাসাবাদ করবে সেই তারিখ সম্পর্কে তথ্য জানা যায়নি।
এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সাবেক বাণিজ্যমন্ত্রীর পরিবারের বক্তব্য জানার জন্য অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে। আজ তারা হাজির হলে তাদের বক্তব্য ও বেশকিছু নথিপত্র চাওয়া হবে। অন্যদিকে টিপু মুনশি যেহেতু কারাগারে রয়েছেন, যেকোনো দিন গিয়ে তার বক্তব্য নেওয়া হবে।
বাংলাবার্তা/এআর