ছবি : সংগৃহীত
দেশের বড় ৭ জেলায় ভারী বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাবার্তা/এআর