ছবি : সংগৃহীত
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিসিএস) নিয়েগে কি ধরণের অনিয়ম ও দুর্নীতি হয়েছিল নিজের সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন ৩৩তম বিসিএসের এক চাকরিপ্রত্যাশী।
সেই দিনের ভাইভা বোর্ডে ঘটে যাওয়া বিষয়টি হুবহু তুলে ধরা হল: ৩৩তম বিসিএস ভাইভাতে ইমরান কবীর চৌধুরী স্যার এর বোর্ড এ পড়লাম। তিনি আমাকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করলেন মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় কিন্তু পলিটিক্যাল সাইন্স পড়ে নেতা বা রাস্ট্র নায়ক হয় না কেন ? আমি কনসেপ্ট বেস আনসার দিলাম উনি মোটামুটি স্যাটিসফাই হলেন। আর পর একটা কোশ্চেন করলেন বলেন তো পলিটিকাল পলিটিকাল সাইন্স পড়ে নেতা বা রাস্ট্র নায়ক হইছে এমন কয়েকজনের নামা বলুন। আমি বললাম যেমন পাকিস্তান এর জুলফিকার আলী ভুট্টো (পুনশ্চ:আমার ডিপার্টমেন্ট এর ক্লাস এ নুরুল আমিন ব্যপারি স্যার বারবার বলত পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো অক্সফোর্ড ইউনিভার্সিটি তে পলিটিকাল সাইন্স পড়েছেন। তিনি নাকি ইসলামিক সোশালিজম থিওরি দিয়েছিলেন। এবং তিনি মেকিয়াভেলি এর দ্য প্রিন্স নাকি পকেট এ নিয়ে ঘুরতেন। তো আমার আনসার এর পরবর্তী নাম আর বলতে দিল না।
স্যার এক্সসাইটেড হয়ে বলল এত কিছু রেখে পাকিস্তান। এ তো শিবির করে। পুরা বুকাচুদা হয়ে গেলাম । পুরা শরীর কাঁপতে লাগল। এর পর বলল গোলাম আযম সম্পর্কে ১০ মিনিট ইংলিশ এ বলেন । আমি এর কথা বলতে পারলাম না। তারপর বলল জিয়াউর রহমান সম্পর্কে ১৫ মিনিটে ইংলিশ এ বলুন। আমার মুখ দিয়ে কোনো কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। এরপর আমার ডকুমেন্টগুলা চেলে ফেলে দিলেন। আমাকে বাহির করে দিলেন ।
বিশ্বাস করেন ওইগুলো কুড়ানোর মতো শক্তি আমার ছিলো না। খুব অপমান অপদস্ত হয়ে বোর্ড থেকে বাহির হয়ে আসলাম । পরে হল এ ভাই ব্রাদার সাথে ও ডিপারমেন্ট এ মামুন ও সাব্বির স্যার এর সাথে শেয়ার করলাম। তার বিভিন্ন ওপিনিয়ন দিল । আমার ফল্ট আমি কেন জুলফিকার আলী ভুট্টো এর নাম বলছি। জীবনে যে অর্গানাইজেশন এর লোকের সঙ্গে অনেক বাহাস করছি , বিতর্ক করছি , আলোচনা সমালোচনা করছি আজ কিনা সেই কমিউনিটি তে আমাকে ট্যাগ ও পার্টিকুলারাইজ করে দিল। খুব মেন্টাল ট্রুমা এর মাঝে ছিলাম। রেজাল্ট দিল। ভাইভাতে ফেল আমি । আমার সবচেয়ে পড়ে ও সিরিয়াসলি দেয়া বিসিএস এ ফেল করলাম ।
মানুষকে ট্যাগ দেয়া বিরাট অমানবিক ও অন্যায্য । এতে করে তাঁকে প্রভোকিং করা হয় এবং সে এক সময় বীতশ্রদ্ধ হয়ে ট্যাগ করা কমিউনিটি এর দিকে চলে যাই। মানুষকে humiliate এর রেজাল্ট খুব খারাপ হয়। ওইদিন ইমরান স্যার আমার একটা স্বপ্ন কে কবর দিয়ে দিছিলো। পিএসসি ওই মেম্বার এঁর করাপশন ও পাওয়ার অবইউজ ও কুমিল্লা ইউনিভার্সিটি ভিসি থাকাকালীন তার মিসম্যানেজমেন্ট জাতি দেখছে । আমি খুদার কাছে তার বিচার দিয়েছি। তিনি একদিন এর বিচার করবেন । আমি অপেক্ষায় আছি । I am looking for him !
বাংলাবার্তা/এআর