ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমার নাম ভাঙিয়ে যারা চাঁদা আদায়, অবৈধ সুবিধা নেওয়া ও কাউকে হুমকি দেওয়া ঘটনা ঘটলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। এ সব কাজের তীব্র প্রতিবাদ জানায়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে তিনি এই কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কাজের সমর্থন করি না। এ কাজে জড়িতদের বিরুদ্ধ দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই কাজে জড়িতদের নামে মামলা দিন।
তিনি বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছে ও অনেকেই ছবি তুলেছে। এখন আমাকে অনেকেই জানিয়েছেন এ ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। আমি এগুলো শুনেছি, সত্য মিথ্যা কিনা আমি জানি না। আমি এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছি।
বাংলাবার্তা/এআর