ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্টের জবাব দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অপরদিকে, ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে না ভেবে মার্কিন নির্বাচন নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মুশফিকুল ফজল আনসারী রিপ্লাই টুইটে লিখেছেন, ‘সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের গুরুত্ব অনুধাবন করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ, সংখ্যালঘুরা বিশ্বের যেখানেই হোন কিংবা যে ধর্মেরই। তবে প্রকৃত পরিস্থিতি বুঝতে সঠিক তথ্য যাচাই করা খুব জরুরি। আজই সুইডেন-ভিত্তিক সংবাদ সংস্থা @NetraNews একটি ফ্যাক্ট-চেক রিপোর্ট প্রকাশ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রচারিত তথ্যের প্রকৃত চিত্র তুলে ধরেছে।’
ওই পোস্টে রাষ্ট্রদূত মুশফিক নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনের লিংক জুড়ে দেন। তিনি আক্রান্তদের যথাযথ সহায়তা দেওয়া ও শান্তি প্রতিষ্ঠায় সঠিক তথ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
অপরদিকে, ট্রাম্পকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আপনি (ট্রাম্প) বাংলাদেশের চিন্তা না করে যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বর নির্বাচন নিয়ে চিন্তা করুন। বাংলাদেশ নিয়ে এই দেশের মানুষই চিন্তা করবে। আপনি বাংলাদেশের কথা বলে হিন্দুদের কিছু ভোট নেওয়ার পরিকল্পনা করছেন।’
বাংলাবার্তা/এমআর