ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করেছে বলে শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে অরাজকতা সৃষ্টি করে। সেনাবাহিনী বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার রিফাত, হৃদয় ও ইয়াসিন নামে ৩ দুষ্কৃতিকারীকে ভাষানটেক থেকে ধরা হয়। আইনি কাজ সম্পন্নের তাদেরকে ভাষানটেক থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ৮টায় ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেড’র শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বহুলোক আশপাশে অন্য পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয়।
বাংলাবার্তা/এমআর