ফাইল ফটো
ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের ৪৫ মিনিটের মধ্যেই পালিয়ে ভারতে চলে যান এই স্বৈরশাসক। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। প্রায় মাস ধরে তিনি দেশটিতে আছেন। এ নিয়ে এখন উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি।
দেশটির পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন। তার প্রশ্ন, কোন ভিত্তিতে হাসিনাকে ভারত আশ্রয়ে দিলো। এখানে মোদি সরকারের ভিত্তি কী?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রোববার (৩ নভেম্বর) রাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।
এই মুখ্যমন্ত্রী বলেন, যেসব রাজ্যে বিজেপির শাসন চলছে সেখানেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে বেশি; এটা কেন হচ্ছে?
আসন্ন নির্বাচন ঘিরে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র ‘অনুপ্রবেশকারী’ ইস্যুতে মন্তব্যের জবাব দিতে গিয়ে হেমন্ত সোরেন এসব কথা বলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচন সামনে রেখে বিজেপির ইশতেহার প্রকাশ ও ‘অনুপ্রবেশ’ সম্পর্কে অমিত শাহ’র করা বিতর্কিত মন্তব্যের জবাব দিতে গিয়ে সোরেন তীব্র প্রতিক্রিয়া জানান।
সোরেন উল্লেখ করেছেন, বিজেপির শাসিত রাজ্যগুলো দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে।
রোববার গাড়োয়া বিধানসভা আসনের রাঙ্কায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির কোনো প্রকার অভ্যন্তরীণ বোঝাপড়া রয়েছে কি-না।’
বাংলাবার্তা/এমআর