ছবি : সংগৃহীত
কোনো অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগে অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে যেত। কিন্তু এখন আর সেটা হতে দেওয়া হবে না।
আজ সোমবার (৪ নভেম্বর) ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা স্বীকার করেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তীত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হলেও তা সন্তোষজনক নয়।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হওয়া প্রয়োজন। এখন সন্তোষজনক পর্যায়ে যায়নি। এখন যদি বলেন- আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন...। শুধু সন্তোষজনক... কিন্তু এটা আরো ভালো হতে হবে।
সাংবাদিকদে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আপনারা জানেন ঢাকার প্রায় সব পুলিশকে পরিবর্তন করছি। তাদের তো অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে। বিজিবিতেও অনেক পরিবর্তন হয়েছে। তাই একটু সময় লাগছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সামনের দিকে আরো উন্নতি হবে।
ক্ষতি করছে।
বাংলাবার্তা/এমআর