ছবি : সংগৃহীত
আগামী ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলীয় সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
প্রাথমিকভাবে সীমিত পরিসরে মেট্রোরেল চলবে। প্রতি ট্রেনে ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। ট্রেনের সংখ্যাও কম হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, প্রথমদিকে প্রতিটি স্টেশনে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করবে।
তিনি আরও জানান, চালু হওয়ার তিন মাস পর ট্রেনগুলো পূর্ণ সক্ষমতায় চলবে।
২০২৪ সালের জুনে পুরো দমে চালু হবে মেট্রোরেল। তখন দিনে প্রায় ৫ লাখ বা ঘণ্টায় ১৬ হাজার যাত্রী দুই দিকে পরিবহন করা যাবে।
মেট্রোরেল যাত্রীদের ঝামেলা কমাতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত শাটল বাস সার্ভিস পরিচালনার জন্য বিআরটিসির সঙ্গে ডিটিএমসিএল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। চলতি বছরের সেপ্টেম্বরে সরকার মেট্রোরেলের ভাড়ার হার ঘোষণা করে। মেট্রোরেলের ন্যূনতম ভাড়া হবে ২০ টাকা। র্যাপিড পাস বা এমআরটি পাস দিয়ে ভাড়া পরিশোধ করে মেট্রো রেলের যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।