ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মো. মোল্লা জালাল গ্রেপ্তার হয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় রাজধানীর শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) শাহবাগ থানার ওসি মো. খালেদ মুনসুর বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, সাংবাদিক নেতা মোল্লা জালালকে গতকাল (সোমবার) ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি খালেদ মুনসুর বলেন, মোল্লা জালালের বিরুদ্ধে ৪ দিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ভুক্তভোগী নিজেই মামলাটি করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মামলার ব্যাপারে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা।
মোল্লা জালাল ২০১৮ সালের ১৩ জুলাই বিএফইউজের সভাপতি নির্বাচিত হয়। এই নির্বাচনে মো. শাবান মাহমুদ মহাসচিব হন। মোল্লা জালাল এনএনবি নামের একটি নিউজ এজেন্সির মালিক। তিনি এর সম্পাদকও ছিলেন।
বাংলাবার্তা/এমআর