ছবি : সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানের দরজা ভেঙে গেছে। বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাত দুইটা ২০ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের প্লেনে দুর্ঘটনাটি ঘটে।
সূত্রটি জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইট রাত দেড়টায় যাত্রী নিয়ে কুয়েত থেকে ঢাকায় আসে। যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পরপরই দরজা ভেঙে যায়।
দরজা ভেঙে পড়ার সময় প্লেনের ভেতরে পাইলট ও কেবিন ক্রুরা ছাড়া কেউ ছিলেন না। কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন।
প্লেনটির রাত পৌনে তিনটায় ২৮৪ যাত্রী নিয়ে আবারো কুয়েতে যাওয়ার কথা ছিলো।
বাংলাবার্তা/এমআর