
শনিবার রাতেই জিরো পয়েন্ট দখলে নেয় ছাত্র-জনতা
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে আজ রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই কর্মসূচি ঠেকাতে একই দিনে ওই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েতের ডাক দিয়েছে। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়ার হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারও।
এমন অবস্থায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে। জিরো পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি বদ্ধপরিকর। সমাবেশের নামে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, ‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এ নিয়ে ডিএমপির নিজস্ব পরিকল্পনা রয়েছে। ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’
এদিকে, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার হয়েছে।
ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনে বিরত থাকতে আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে আওয়ামী লীগকে এই হুঁশিয়ারি দিয়েছেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’
অন্তর্বর্তী সরকার সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টা বরদাস্ত করবে না বলে জানিয়ে দেন প্রেস সচিব।
রোববার (১০ নভেম্বর) বিকাল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হতে আহ্বান জানায় আওয়ামী লীগ। গতকাল শনিবার (৯ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।
বাংলাবার্তা/এআর