ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রসেফর ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করতে আজারবাইজানের উদ্দেশে দেশ ছেড়েন।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, সফরসঙ্গীদের প্রধান উপদেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১১টায় আজারবাইজানের উদ্দেশে যাত্রা শুরু করেন।
কপ-২৯ জলবায়ু সম্মেলন এবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর দেশটিতে সরকারি সফরে থাকবেন। এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-এসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।
বাংলাবার্তা/এমআর