ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে সরিয়ে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ছবি। আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।
নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মাহফুজ আলম লেখেন, ‘দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ’৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে (ছবি) কোথাও দেখা যাবে না।’
‘শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য বিএএলকে (বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, অগণতান্ত্রিক ’72 সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২ থেকে ৭৫,২০০৯ থেকে ২০২৪)। তাহলে, আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের মিলন হবে না।’
গতকাল রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার শপথগ্রহণের সময় পেছনে শেখ মুজিবের ছবি থাকায় সমালোচনা হয়েছি।
বাংলাবার্তা/এমআর