ছবি : সংগৃহীত
পোশাক কারখানার শ্রমিকরা টানা ৫৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন। এতে স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। চলছে যানবাহন।
আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া পরই মহাসড়ক স্বাভাবিক হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সদরের ইউএনও মো. এরশাদ মিয়া।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গত শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই আন্দোলন আজ সোমবারও অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হয়ে যাতায়াত করা বিভিন্ন জেলার যাত্রীরা। প্রতিদিন সড়কের ৩০-৩৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। তিন দিন ধরে একই জায়গায় আটকা পড়ে অনেক পরিবহন।
এদিকে ট্রাফিক পুলিশ যাত্রীদের বিকল্প রাস্তা বেছে নেওয়া পরামর্শ দিয়েছিল। কিন্তু এই রোডের যাত্রীদের ট্রেন ছাড়া কোনো বিকল্প নেই। আবার এই রোডে সব জেলার যাত্রীদের ট্রেনও বিকল্প নয়। ফলে গাজীপুর দুর্ভোগের নগরী হিসেবে উপস্থিত হয়।
সকালে সরেজমিনে দেখা যায়, বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা। অবরোধে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রীরা।
সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের এক চালক জানান, শনিবার সকাল নয়টা থেকে তিনি কলম্বিয়া গার্মেন্টসের উত্তর পাশে এসে আটকা পড়েছেন। যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে চলে গেলেন। কিন্তু তিনি ও তার দুই সহকারী তিন দিন ধরে ওখানে আটকা পড়েছেন।
বাংলাবার্তা/এমআর