ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এবং বিদেশে পালানো আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের পক্ষ থেকে গতকাল রোববার (৯ নভেম্বর) চিঠিটি আইজিপিকে পাঠানো হয়।
গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছিলেন, পতিত ফ্যাসিস্ট, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
ওই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রফেসর ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগের দায়ের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশে সরকারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে। এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্টহীনতামূলক মামলা কোনোভাবেই এটার রিট হওয়ার কোনো কারণ নেই। ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করতে নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে মামলাটা দায়ের করেছে।
বাংলাবার্তা/এমআর