আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আনুষাঙ্গিক সকল কিছু প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস।
একই সঙ্গে তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতটা সম্ভব হয় কম হওয়া উচিত। তার সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানান এই নোবেলজয়ী।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার (১৩ নভেম্বর) সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন।
নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘এটি একটি প্রতিশ্রুতি; যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’
তিনি বলেন, আগে কিছু সংস্কার দরকার। সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচন কতটা দ্রুত হবে।
ড. ইউনূস ১১ নভেম্বর বাকু পৌঁছেছেন। ১৪ নভেম্বর তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা।
বাংলাবার্তা/এমআর