ছবি : সংগৃহীত
ঢাকার আজিমপুরে একটি বাসা থেকে অন্যান্য মালামালের সঙ্গে ৮ মাসের শিশুকেও নিয়ে যায় ডাকাত দল। ওই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত মধ্যরাতে ঢাকার মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
র্যাবের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
রাতেই শিশুকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আ ন ম ইমরান খান।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ওই বাসায় ডাকাতি হয়। ডাকাতির অন্যান মালের সঙ্গে শিশুকেও নিতে যান ডাকাতরা। শিশুর মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে আজিমপুরে থাকেন। দুপুরে ডাকাত দল তাদের বাসায় ঢুকে নগদ দেড় লাখ টাকা আর ৪ ভরি সোনার অলংকার এবং শিশু নিয়ে যায়।
বাংলাবার্তা/এমআর