শিশু জাইফা ও অপহরণকারী ফাতেমা আক্তার শাপলা। ছবি : সংগৃহীত
ঢাকার আজিমপুরে একটি বাসা থেকে অন্যান্য মালামালের সঙ্গে ৮ মাসের শিশুকেও নিয়ে যায় ডাকাত দল। ওই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। অপহরণকারী ফাতেমা আক্তার শাপলা (২৭) গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় র্যাব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ ঘটনায় সংবাদ সম্মেলনে করে সংস্থাটি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যরাতে শিশু জাইফাকে উদ্ধারের সময় মূল অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তিপণের উদ্যেশ্যে রাজধানীর আজিমপুরে বাসা থেকে ডাকাতি সময় আটমাসের শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকা থেকে আটমাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করা হয়। এসময় মূল অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৭) গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যমতে, মুক্তিপণের উদ্যাশে আটমাস বয়সী শিশু জাইফাকে অপহরণ করা হয়েছিল। আজিমপুরে বাসায় ডাকাতি ও শিশু অপহরণের ঘটনায় শাপলার সঙ্গে সুমন, রায়হান ও হাসান নামে আরও তিন সহযোগী ছিলেন। তাদের টার্গেট ছিল শিশু জাইফার বিনিময়ে তার মার কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করা হবে। তবে ঘটনার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করার তারা আত্মগোপনে থাকেন।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) সকালেই শিশু উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
রাতেই শিশুকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আ ন ম ইমরান খান।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ওই বাসায় ডাকাতি হয়। ডাকাতির অন্যান মালের সঙ্গে শিশুকেও নিতে যান ডাকাতরা। শিশুর মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে আজিমপুরে থাকেন। দুপুরে ডাকাত দল তাদের বাসায় ঢুকে নগদ দেড় লাখ টাকা আর ৪ ভরি সোনার অলংকার এবং শিশু নিয়ে যায়।
বাংলাবার্তা/এমআর